বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনাবাহিনী কী কী করতে পারবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ গাজা যুদ্ধের ইতি টানার আহ্বান জানালেন কমলা পেজার বিস্ফোরণে আরো প্রকট হলো মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল লিভারপুল, রিয়াল মাদ্রিদের জয় প্রতিপক্ষের জালে বায়ার্নের ৯ গোল সারা দেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

কলম্বিয়া ফুটবলের প্রধান গ্রেপ্তার, যা বলছে কনমেবল

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুলাই ১৬, ২০২৪
কলম্বিয়া ফুটবলের প্রধান গ্রেপ্তার, যা বলছে কনমেবল

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসেছিল ৪৮তম কোপা আমেরিকার ফাইনাল। যেখানে প্রতিপক্ষ কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৬তম কোপা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচটির শুরুটা সুখকর ছিল না। কলম্বিয়ার সমর্থকদের বিনা টিকেটে স্টেডিয়ামে প্রবেশ ও হুড়োগুড়ির ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। যার কারণে নির্ধারিত সময়ে প্রায় দেড় ঘষ্টা পর মাঠে গড়ায় ম্যাচটি।

এবার এমন ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় তার ছেলেকেও। স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে আটক করা হয়েছে তাদের। মায়ামির পুলিশ সোমবার (১৫ জুলাই) এই খবর জানিয়ে বলেছে, ম্যাচ শুরুর আগের দর্শক-হাঙ্গামায় জড়িত আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

মায়ামি-ডেইড পুলিশের ডিটেকটিভ আন্দ্রে মার্টিন বলেছেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন ও তার ছেলে রামোন হামিল হেসুরুনকে হার্ড রক স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে ম্যাচের দিন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগ আনা হয়েছে।

এদিকে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে খেলোয়াড় ও দর্শকদের মাঝে আতঙ্ক তৈরি করা পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এ ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি ফাইনালের ভেন্যু মায়ামির হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করা হয়েছে।

এক বিবৃতিতে লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, ‘সবাই ইতোমধ্যে জানেন মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে দর্শকরা (একটি অংশ) টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়া নিয়ে ম্যাচ শুরু হয় দেরিতে। এর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দেরি এবং পরিস্থিতি বিচারে গেইটও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে কনমেবল হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল, তবে নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে যে চুক্তিভিত্তিক দায়িত্ব ছিল সেটি ঠিকভাবে অনুসরণ করা হয়নি।’

একইসঙ্গে স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থার ওপর যেভাবে জোর দেওয়া হয়েছিল সেটিও দেখা যায়নি বলে হতাশ কনমেবল। সংস্থাটি বলছে, এ ধরনের ইভেন্টে নিরাপত্তার মাত্রা কেমন হওয়া উচিৎ তা নিয়ে আমরা আগেই নিদের্শনা দিয়েছিলাম। কিন্তু তারা বিষয়টি আমলেই নেয়নি। উদ্ভুত পরিস্থিতিতে শিশু ও নারীসহ দর্শকদের মাঝে সৃষ্ট আতঙ্কের জন্যও দুঃখপ্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল।


এ বিভাগের অন্যান্য সংবাদ