সাগর কলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন নাটোরের বড়াইগ্রামের জামাল উদ্দিন নামে এক কৃষক। জামালকে অনুসরণ করে উপজেলার আশে-পাশের আরও অনেকে কলাচাষে ঝুঁকেছেন। লাভ বেশি বলে বড়াইগ্রামে কলার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া এলাকার বাসিন্দা জামাল উদ্দিন। কৃষি কাজই তার পেশা। বিভিন্ন সময়ে নানা ফসলের চাষাবাদ করে সব কৃষকের আলোচনায় থাকেন তিনি। এবার রঙিন জাতের সাগর কলার বাগান করেছেন এই কৃষক। দুই বিঘা জমিতে ৬শ’ গাছ লাগান জামাল। এতে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা।
যেসব জমিতে পানি জমে না, সেখানে কলার চাষ ভালো হয়। অন্য কলার চেয়ে এর কাঁদি অনেক বড় তাই বেশি কলা ধরে খেতে সুস্বাধু। চাহিদা থাকায় এর বাজার দরও ভালো।
লাভজনক ফসল হওয়ায় এবং পুষ্টির চাহিদা মাথায় রেখে এই জাতের কলা চাষে পরামর্শ দেয়া হচ্ছে জানান নাটোর বড়াইগ্রামের উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
বড়াইগ্রাম উপজেলায় মোট ৩০৯ হেক্টর জমিতে বিভিন্ন জাতের কলার আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে প্রায় ৫ হাজার ৫৬৩ মেট্রিকটন কলা।