বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তথ্য গোপন করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া তথ্য এখন জাতীয় নিরাপত্তার কৌশলগত অস্ত্র: পরিবেশ উপদেষ্টা আনিসুল হক-মোশাররফ হোসেন রিমান্ডে আসছে সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী ‘দখল-চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়, লক্ষ্য রাখবেন’ গণতন্ত্রের জন্য অবাধ-সুষ্ঠু নির্বাচন জরুরি: রিজভী ‘এসএসএফকে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে’ আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের বিরল রেকর্ড আর কাউকে হারাতে পারছে না ইন্তের মিলানো মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে নজিরবিহীন হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে : ইসরাইল ‘সন্ত্রাসী ইহুদিবাদীদের’ কঠিন জবাব দেবে ইরান: খামেনি ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদে ট্রাম্পের বৈঠক: হোয়াইট হাউস

কাউন্টি ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুললেন স্টোকস

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৭, ২০২২

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হবার পর কাউন্টি ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুললেন বেন স্টোকস। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ১৮তম ম্যাচের প্রথম ইনিংসে ১৭টি ছক্কা ও ৮টি চারে ৮৮ বলে ১৬১ রান করেছেন স্টোকস।
গত মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন স্টোকস। এরপর গত বৃহস্পতিবার কোন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ২’র ম্যাচে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ডারহামের হয়ে খেলতে নেমে চমক দেখিয়েছেন স্টোকস।

প্রথম দিন ব্যাট করার সুযোগ পাননি স্টোকস। দ্বিতীয় দিন ছয় নম্বরে খেলতে নেমে ঝড় তুলেন তিনি। টি-টোয়েন্টি মেজাজে খেলে মাত্র ৬৪ বলে সেঞ্চুরি করেন স্টোকস। এরমধ্যে ওরচেস্টারশায়ারের বাঁ-হাতি স্পিনার জস বাকেরের ওপর চড়াও হন তিনি। বাকারের এক ওভারে টানা পাঁচ ছক্কা ও এক চারে ৩৪ রান নেন স্টোকস। ১৮২ দশমিক ৯৫ স্ট্রাইক রেটে শেষ পর্যন্ত ১৬১ রান করে থামেন স্টোকস।

স্টোকসের সাথে ডেভিড বেডিংহামের ১৩৫ ও সিন ডিকসনের ১০৪ রানের সুবাদে ১২৮ ওভারে ৬ উইকেটে ৫৮০ রান তুলে ইনিংস ঘোষনা করে ডারহাম।

স্টোকসের আগে কাউন্টিতে সর্বোচ্চ ১৬টি করে ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এন্ড্রু সাইমন্ডস ও ইংল্যান্ডের গ্রাহাম নেপিয়ার। ১৯৯৫ সালে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ১৬টি ছক্কা মেরেছিলেন গ্লামোরগানের হয়ে খেলতে নামা সাইমন্ডস। আর ২০১১ সালে সারের বিপক্ষে এক ইনিংসে ১৬ ছক্কা হাঁকিয়েছিলেন এসেক্সের হয়ে মাঠে নামা নেপিয়ার। তবে সাইমন্ডস ও নেপিয়ারকে পেছনে ফেলে কাউন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড দখলে নিলেন স্টোকস।
গেল সপ্তাহে ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পান স্টোকস।


এ বিভাগের অন্যান্য সংবাদ