কাউন্টি খেলতে দেশ ছাড়ছেন আশরাফুল-কায়েসসহ ৫ ক্রিকেটার

- আপডেট সময় : ০৯:২৩:৫১ অপরাহ্ণ, রবিবার, ১ মে ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
দেখতে দেখতে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসর। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বর্তমানে জাতীয় দলের ম্যাচ ছাড়া ঘরোয়া ক্রিকেটে আর কোনও টুর্নামেন্টে নেই। যে কারণে ডার্বিশায়ার কাউন্টি প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েসসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।
ইদের পরই ৭ মে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক এই তারকারা। দীর্ঘসময় ধরে চলবে এই টুর্নামেন্ট। এতে প্রায় চার মাস সেখানে অবস্থান করবেন ক্রিকেটাররা। এ টুর্নামেন্টে যারা যাচ্ছেন তারা হলেন, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, ফরহাদ রেজা, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি ও সোহরাওয়ার্দী শুভ।
রোববার (১ মে) এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদ আশরাফুল বলেন, ইংল্যান্ডে কাউন্টি লিগের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হচ্ছে ডার্বিশায়ার কাউন্টি লিগ। সেখানের লেথুন পার্ক সিসি ক্লাবের হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। তিনি জানান, আমার দল দুটো ম্যাচ খেলে ফেলেছে। আমি তৃতীয় ম্যাচ থেকে মাঠে নামতে পারবো।
উল্লেখ্য, ইংল্যান্ডের মাইনর কাউন্টি প্রিমিয়ার লিগে ২০০৬, ২০১২ ও ২০১৯ সালে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া যারা যাচ্ছেন তাদের মধ্যে এনামুল জুনিয়রও খেলেছেন কয়েকবার।