কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের দল ঘোষণা

- আপডেট সময় : ১১:০২:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপ ফুটবলের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ফুটবলের জনক দেশটি। ইংল্যান্ডের বিশ্বকাপ দলে তেমন কোনো চমক নেই। তবে ইংলিশ কোচ গ্যারি সাউথগেট দলে তরুণ এবং প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছেন।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: নিক পোপ, অ্যারন রামসডেল, জর্ডান পিকফোর্ড।
ডিফেন্ডার: হ্যারি ম্যাগুয়ের, কাইল ওয়াকার, জন স্টোনস, এরিক ডায়ার, কিয়েরান ট্রিপ্পার, লুক শ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, কনোর কোডি, বেঞ্জামিন হোয়াইট।
মিডফিল্ডার: জর্ডান হেন্ডারসন, ডেকলান রাইস, ম্যাসন মাউন্ট, জুডে বেলিংহ্যাম, ক্যালভিন ফিলিপস, কনোর গ্যালাঘের, জেমস ম্যাডিসন।
ফরোয়ার্ড: রহিম স্টার্লিং, হ্যারি কেইন, জ্যাক গ্রিলিশ, বুকায়ো সাকা, ফিল ফডেন, ক্যালাম উইলসন, মার্কাস র্যাশফোর্ড।
২১শে নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। গ্রুপ ‘বি’তে হ্যারি কেইনদের বাকি দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ওয়েলস।