বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

কাদা থেকে মন্ত্রীকে যেভাবে টেনে তোলা হলো

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৪
কাদা থেকে মন্ত্রীকে যেভাবে টেনে তোলা হলো

আছাড় খাওয়া যেমন স্বাভাবিক, তেমনি কাউকে আছাড় খেতে দেখলে হাসি পাওয়া মানুষের স্বভাবগত। তাই বলে একজন মন্ত্রীর আছাড় খাওয়া নিয়ে হাসাহাসি বোধহয় খুব একটা শোনা যায় না। এমন ঘটনাই ঘটেছে ভারতের নাগাল্যান্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নাগাল্যান্ডের পর্যটন ও উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী তেমজেন ইমনা অ্যালং তাঁর এলাকার রাস্তা তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ দেখতে গিয়ে কাদা–পানিতে পড়ে যান। মন্ত্রীকে টেনেটুনে উদ্ধারে চেষ্টার ত্রুটি রাখেননি কেউ। আর সেই উদ্ধারের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গাড়ি চালানোর জন্য রাস্তা কতটা উপযুক্ত, তা বোঝার জন্য কাজের জায়গায় গিয়েছিলেন মন্ত্রী তেমজেন ইমনা। আর সেখানেই কাদায় পা পড়ে একেবারে ধপাস! কাদাভরতি ডোবায় পড়ে হাবুডুবু খাওয়ার জোগাড়। সারা গায়ে কাদা–পানি লেগে একাকার। স্থূলকায় মন্ত্রীকে তখন উদ্ধারের চেষ্টায় নিজেদের চেষ্টার কমতি রাখেনি সাঙ্গোপাঙ্গোরা। তিনি নিজেও ওঠার অনেক চেষ্টা করেন। শেষমেশ উঠতে পারেন ডোবা থেকে।

ঘটনার ভিডিও করেন একজন। ভিডিওতে দেখা যায়, কেউ সামনে থেকে মন্ত্রীকে টানছেন, তো কেউ পিছন থেকে ঠেলছেন। এতে আরও বেশি করে কাদায় ডুবে যাচ্ছেন স্থূলকায় মন্ত্রী। আর এহেন দৃশ্য দেখে কেউ আর হাসি চেপে রাখতে পারছেন না। মন্ত্রীও কম রসিক নন। তিনিও দর্শকদের সঙ্গে পাল্লা দিয়ে হাসছিলেন।

এই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে একেবারে ভাইরাল হন নাগাল্যান্ডের মন্ত্রী। মন্ত্রী নিজেও পোস্ট করেন ভিডিওটি। যা দেখে হাসির রোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে।

 


এ বিভাগের অন্যান্য সংবাদ