কারাবাও কাপে চেলসিকে হারালো ম্যানসিটি

- আপডেট সময় : ১১:২৩:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
কারাবাও কাপে রিয়াদ মাহরেজ এবং জুলিয়ান আলভারেজের জোড়া গোলে প্রিমিয়ার লিগের শক্তিশালী প্রতিপক্ষ চেলসিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার (১০ই নভেম্বর) এতিহাড স্টেডিয়ামে জয়ে কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের প্রথমার্ধে দু’পক্ষেরই সুযোগ ছিল। খেলাও হচ্ছিল হাড্ডাহাড্ডি ভাবে। জ্যাক গ্রিলিশের একটি শটে সুযোগ তৈরি হয়েছিল চেলসির। কিন্তু ১৮ বছর বয়সী মিডফিল্ডার লুইস হল চেলসির হয়ে তা কাজে লাগাতে পারেনি। ম্যান সিটিও তাদের সেরা চেষ্টা করছিল। অবশেষে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় শূন্য গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে একের পর এক আক্রমন করতে থাকে সিটি। অবশেষে ফ্রি-কিক ড্রইভ থেকে আসা সুযোগ হাত ছাড়া করেননি মাহরেজ। খেলার কিছুক্ষণ পরেই আরেকটি গোল আসে আলভারেজ থেকে।
অন্যদিকে কারাবাও কাপের আরেকটি খেলায় আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে ব্রিংটন এন্ড হোব এলবিয়ন। খেলার শুরুতে ২০তম মিনিটে চেলসির হয়ে গোল করেন এডওয়ার্ড নিকেতিয়াহ। খেলার ২৭তম মিনিটে একটি পেনাল্টির সুযোগ পেয়ে যায় ব্রিংটন। পেনাল্টির গোল মিস করেননি ডেনি ওয়েলবেক, সমান করেন ব্যবধান।
এরপর আর্সেনাল কিছুটা দুর্বল হয়ে গেলে দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে কাউরু মিটুমা গোল করে ব্যবধান দ্বিগুন করেন। অবশেষে খেলার ৭১তম মিনিটে তারিক লাম্পতের অসাধারণ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রিংটন।
এদিকে কারাবাও কাপের আরেকটি বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল এবং ডার্বি কউন্টি। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকেই।