মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ফের তিন দিনের রিমান্ডে মেনন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬ শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা নতুন টি-টেন লিগে ডাক পেলেন সাকিব-তামিম

কারিনার হ‍্যাটট্রিক, পঞ্চমবার বাবা হতে চলেছেন সাঈফ?

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৬, ২০২২
কারিনার হ‍্যাটট্রিক, পঞ্চমবার বাবা হতে চলেছেন সাঈফ?

কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করেছিলেন সাঈফ আলি খানকে। পতৌদি পরিবারের বেগম হয়ে বসেছিলেন কারিনা কাপুর খান। তারপর দু দুজন সন্তানের জননী হয়ে এখন সংসার সামলাতে ব‍্যস্ত অভিনেত্রী। এর মধ‍্যেই নতুন খবর বলছে, আবারো মা হতে চলেছেন কারিনা।

এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাতে ব‍্যস্ত অভিনেত্রী। সঙ্গে রয়েছেন সাঈফ আলি খান, দুই ছেলে তৈমুর আলি খান, জাহাঙ্গীর আর করিশমা কাপুর এবং অমৃতা অরোরা। সোশ‍্যাল মিডিয়ায় মাঝে মাঝেই টুকটাক ছবি শেয়ার করছেন তিনি। তার মধ‍্যে একটি ছবি নিয়েই শুরু হয়েছে শোরগোল। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কারিনার বেবি বাম্প।

কারিনার একটি ফ‍্যানপেজের তরফে শেয়ার করা হয়েছে ছবিটি। একটি কালো ট‍্যাঙ্ক টপ আর জিন্সের প‍্যান্ট পরে ধরা দিয়েছেন অভিনেত্রী। পাশে স্বামী সাঈফ আর একজন অনুরাগী। তবে নজর যেদিকে আটকাচ্ছে সেটা হল টপ ঠেলে উঠে আসা স্পষ্ট বেবি বাম্প।

কারিনার ফ‍্যানপেজের তরফেও একগুচ্ছ ছবি শেয়ার করা হয়েছে। তবে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে, বেশ কৌশল করে বেবি বাম্প লুকিয়েছেন বেবো। কখনো সাঈফের পেছন, কখনো আবার দিদি করিশমার পেছনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। নেটিজেনরাও প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে, কারিনা কি সত‍্যিই তৃতীয় বারের জন‍্য মা হতে চলেছেন? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষনা করেননি সাঈফ কারিনা।

এর আগে এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, “প্রত‍্যেক দশকে একজন করে সন্তান হয়েছে সাঈফের। কুড়িতে, তিরিশে, চল্লিশে আর এখন পঞ্চাশেও। আমি বলে দিয়েছি, তোমার ষাট বছরে কিন্তু ওটা আর হচ্ছে না।”

তবে বেবো সাঈফের প্রশংসা করে বলেন, তাঁর স্বামী এত খোলা মনের বলেই এমন ভিন্ন ভিন্ন বয়সে চার সন্তানের বাবা হতে পেরেছেন। আর সবাইকেই তিনি সমান ভাবে সময় দেন‌। কনিষ্ঠ সন্তানের জেহ এর জন‍্যও দায়িত্ব ও সময় ভাগ করে নেওয়ার চেষ্টা করেন কারিনা সাঈফ। এই যেমন সাঈফ যখন শুটিংয়ে ব‍্যস্ত থাকেন তখন কারিনা কাজ না নেওয়ার চেষ্টা করেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ