রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

কালোটাকা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘হাস্যকর’: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জুন ৮, ২০২৪
কালোটাকা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘হাস্যকর’: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কালোটাকা সাদা করার সুযোগকে টোপ দিয়ে মাছ ধরার সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বক্তব্য ‘হাস্যকর’।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‌‘বাঙালি জাগরণে করণীয় ও সিরাজুল আলম খান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

জাসদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আমরা তো দেখলাম যে, মাছের টোপ দিয়ে আপনারা কাদের ধরেন। রাঘববোয়ালদের আরও লুটে খাওয়ার ব্যবস্থা করেছেন। আজকে এই সমস্ত কথা বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কত দিন প্রতারিত করবেন?

তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশ ভয়ংকর একটা সংকটের মধ্যে পড়েছে। যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমরা এমন একটা শাসকগোষ্ঠীর জাঁতাকলে পড়েছি, যারা এখানকার মানুষের জন্য উন্নয়ন করা দূরে থাক, মানুষকে তারা শোষণ করছে, নিপীড়ন করছে। প্রতি মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা সবাই একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি। কারণ, আমরা মনে করি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াই এখন একমাত্র উপায়। আমাদের অধিকার ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকার ও কথা বলার অধিকার নিশ্চিত করা। আমাদের একটাই আবেদন, আজকে দল-মতনির্বিশেষে ছোটখাটো ভুল-ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসঙ্গে হই। একাত্তরের চেতনা ধারণ করে একজোট হয়ে আবার লড়াই শুরু করি, যে লড়াইয়ে আমরা অবশ্যই তাদের পরাজিত করতে সক্ষম হব।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, অধ্যাপক আসিফ নজরুল, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।


এ বিভাগের অন্যান্য সংবাদ