মিরপুরে আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট ক্রিকেট ম্যাচ। দু’দিন বিশ্রামে থাকার পর দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে উভয় দল। ইনজুরির কারণে ঢাকা টেস্টে বাংলাদেশ দলে খেলতে পারবেন না স্পিনার নাঈম হাসান ও ফাস্ট বোলার শরিফুল ইসলাম।
শেরেবাংলা স্টেডিয়ামের পিচের চরিত্র বুঝে স্বাগতিক বাংলাদেশ দলের একাদশ ঠিক করা হবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাজে ফর্মে থাকা অধিনায়ক মুমিনুল হক এবং ব্যাটসম্যানদের নিয়ে কাজ করছেন দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। অন্যদিকে, সফরকারী দলের চাওয়া জয় নিয়ে সিরিজ নিশ্চিত করা। সোমবার সকাল ১০টায় শুরু হবে খেলাটি।