বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

কিংবদন্তি পেলের যে রেকর্ডগুলো এখনও অক্ষত

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২৬, ২০২২

বিশ্বকাপজয়ী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়া থেকে শুরু করে সেলেসাওদের হয়ে সবচেয়ে বেশিসংখ্যক আন্তর্জাতিক গোল করাসহ বেশ কিছু দুর্দান্ত উচ্চতা অর্জন করেন পেলে। এক পর্যায়ে ব্রাজিলকে তিনি বিশ্বমঞ্চে টানা তিন শিরোপা জয়ী প্রথম দল হিসেবে পরিচয় করিয়ে দেন।

এই কিংবদন্তির বহু রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি। চলুন একনজরে দেখে নেয়া যাক ফুটবল সম্রাটের যে রেকর্ডগুলো এখনও অক্ষত রয়েছে।

সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ ও জয়
১৯৫৮ সালের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন পেলে। আর সেবারই প্রথম বিশ্বকাপ জেতে সেলেসাওরা। তখন পেলের বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। সুইডেনের সোলনায় রাসুন্দা স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল ব্রাজিল। সেখানে জোড়া গোল করেন পেলে।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল
আন্তর্জাতিক ফুটবলে সেলেসাওদের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এ কিংবদন্তি ফরোয়ার্ড। ফিফার স্বীকৃত ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন পেলে। পাঁচ দশক ধরে রেকর্ডটি পেলের কাছেই রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছেন বর্তমানে ব্রাজিলের সেনসেশন নেইমার। এই ফরোয়ার্ড করেছেন ৭১ গোল।

ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা
পেলে ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৬৬ সালে টানা তিন বিশ্বকাপ জিতেছেন। পৃথিবীর অন্য কোনো ফুটবলারের এত বিশ্বকাপ জেতার কীর্তি নেই।

বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ অ্যাসিস্ট
এই ব্রাজিলিয়ান মোট চারটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৫৮, ৬২, ৬৬ ও ৭০ সালের বিশ্বকাপে মাঠে নেমেছিলেন পেলে। এই চার বিশ্বকাপে ১০টি অ্যাসিস্ট করেছেন পেলে। এরমধ্যে ১৯৭০ সাল মোট ছয়টি অ্যাসিস্ট করেছেন পেলে। এক আসরে যা সর্বোচ্চ।

বিশ্বকাপের মঞ্চে কম বয়সী ফুটবলার হিসেবে গোল
মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে গোল করেছেন পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করেছিলেন পেলে। তার ওই গোলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল পেলে।

কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক
১৯৫৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ৫-২ গোলে জেতা ম্যাচে ১৭ বছর ২৪৫ দিন বয়সে হ্যাটট্রিক করেন পেলে। যা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করার ইতিহাস।

এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোল
সান্তোসের হয়ে ১৯৫৯ সালে ১২৭ গোল করেন পেলে। যা এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোল। এই তালিকায় দ্বিতীয় স্থান মেসির। ২০১২ সালে বার্সেলোনার হয়ে ৯১ গোল করেন এই আর্জেন্টাইন।


এ বিভাগের অন্যান্য সংবাদ