বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

কিডনি চক্রের মূলৎপটনের নির্দেশ স্বারাষ্ট্রমন্ত্রীর

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : জুন ২২, ২০২২
কিডনি চক্রের মূলৎপটনের নির্দেশ স্বারাষ্ট্রমন্ত্রীর
কিডনি চক্রের মূলৎপটনের নির্দেশ স্বারাষ্ট্রমন্ত্রীর

জয়পুরহাটে কিডনি চক্রের মূলৎপাটনে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২২ জুন) বিকেল সাড়ে চারটায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠে সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ নির্দেশ দেন।

সমাবেশে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১০ ব্যক্তি ও কিডনি চক্রের প্রতারণার শিকার ৫ ব্যক্তিকে আর্থিক সহায়তা দেয়া হয়। স্বারাষ্ট্রমন্ত্রী তাদের হাতে নগদ সহায়তা তুলে দেনে।

এ সময় স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছি। যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন তাদের স্বাগত জানাচ্ছি। জয়পুরহাটে কিডনি চক্র রয়েছে। তারা মানুষকে কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করছে। নিকট আত্মীয় কিডনি দিতে পারে। কিন্তু কিডনি কেনাবেচা হচ্ছে। কেউ যাতে কিডনি বিক্রি করতে না পারে সেই জন্য পুলিশের কড়া নজরদারি থাকবে। এ সময় যারা কিডনি চক্রের সঙ্গে জড়িত তাদের মূলৎপটনে পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেন তিনি।

পদ্মা সেতু প্রসঙ্গে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য সৃষ্টি। পদ্মা সেতু নিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতায় পদ্মা সেতু নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখান। পদ্মা সেতু তার বড় প্রমাণ।

এ সময় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আরও ৯০ ব্যক্তি ও কিডনি চক্রের প্রতারণার শিকার ১০ জনকে আর্থিক সহায়তা দেয়ার কথা জানায় জেলা পুলিশ।

সমাবেশে অনান্যদের মধ্য বক্তব্য রাখেন স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি গোলাম হাক্কানি, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এর আগে দুপুরে জয়পুরহাট আসেন স্বারাষ্ট্রমন্ত্রী। তিনি শহীদ পুলিশ সুপার (এসপি) নজমুল হক পুলিশ লাইনস হাইস্কুলের নামকরণের উদ্বোধন করেন। এছাড়া পুলিশ লাইনসে নবনির্মিত ‘গৌরবময় স্বাধীনতা’ নামে মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ