ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরত দিয়ে বার্তা সংস্থা তাস এমনটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, ১৬টি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে সেখানে থাকা সমস্ত সামরিক সরঞ্জাম ও অস্ত্র গুদাম গুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এছাড়াও, দেশটির দক্ষিণের মাইকোলাইভের একটি সামরিক সরঞ্জাম মেরামত কারখানাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশটির লাবিব শহরেও বেশকিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলার বিষয়ে বিশ্ব নেতৃত্বকে আরও সতর্ক হতে হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।
তবে, নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার কথা চিন্তা করবে বলে আগেই বলেছিল রাশিয়া।