রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউরোপ ও আমেরিকার সহযোগিতায় বীরত্বপূর্ণ সাহসিকতার পরিচয় দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের ময়দান থেকে শুরু করে সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
তার এই বীরত্বপূর্ণ সাহসিকতায় অনেক তরুণ ও যুবক উদ্বুদ্ধ হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ফলে এখন পর্যন্ত রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন।
রাশিয়ার সঙ্গে যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য সুপরিচিত স্নিফিং কুকুর প্যাট্রন ও তার মালিককে পুরস্কৃত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকে দেশের জন্য নিবেদিতভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে গতকাল রোববার প্যাট্রন ও তার মালিককে মেডেল দেন জেলেনস্কি।