কুমিল্লা সেনানিবাসে গলফ টুর্নামেন্ট শুরু

কুমিল্লা সংবাদদাতা
- আপডেট সময় : ১১:০৩:৩০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ১ বার পড়া হয়েছে
কুমিল্লা সেনানিবাসে উদ্বোধন করা হয়েছে দ্বিতীয় পপুলার লাইফ ইন্সুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট। আজ শুক্রবার (১১ই নভেম্বর) সকালে ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. মাইনুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্সের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজ। টুর্নামেন্টে ময়নামতি গলফ ক্লাব, ভাটিয়ারী গলফ ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাবসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নিয়েছে।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জিওসি মো. মাইনুর রহমান ও পপুলার লাইফ ইন্সুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও বি এম ইউসুফ আলী।