কুষ্টিয়ার ভেড়ামারা ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। শুক্রবার (২০ মে) ভোরে কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকায় সিএনজির ধাক্কায় ভ্যানচালক মোসলেম শেখ (৬০) নিহত হয়েছে। নিহত মোসলেম বাড়াদী পশ্চিমপাড়া এলাকার করিম হাওলাদারের ছেলে।
হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মোসলেম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে ফজরের আজানের সময় ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। শুক্রবার শহরের মোল্লাতেঘড়িয়া এলাকায় সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মাথায় আঘাত লাগলে মোসলেম মারা যায়।
অন্যদিকে গতকাল (১৯ মে) রাত ১১ টার দিকে কুষ্টিয়া ভেড়ামারার ১২ মাইল নামক স্থানে শ্যামলী পরিবহনের পেছনে ক্রেনের ধাক্কায় শ্যামলী পরিবহনের যাত্রী সিহাব উদ্দিন (২১) মারা যায়। নিহত সিহাব মেহেরপুরের বাসিন্দা। হাইওয়ে পুলিশে এস আই মতিয়ার রমহান বিষয়টি নিশ্চিত করেছেন।