বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের চিহ্নিতরা কেউ যাতে সদস্য হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ ফ্যাসিস্টের দোসরদের সদস্য করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। আজ (শনিবার, ১৭ মে) সকালে নগরীর কাজির দেউড়ির দলীয় কার্যালয়ে বিএনপির বিভাগীয় সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, সন্ত্রাসী কার্যক্রম করেনি— তারা চাইলে বিএনপির সদস্য হতে পাারবে’
আমীর খসরু বলেন, ‘হাসিনা বিদায় নিয়েছে, নতুন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ চায় মানুষ, শুধু রাজনীতি নয় অর্থনীতিতেও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। যেখানে সব ধরনের মানুষ অংশগ্রহণ করতে পারবে, উপকারভোগী হবে।’
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘দেশে অদৃশ্য ষড়যন্ত্র চলছে, বিগত ১৭ বছর আওয়ামী লীগের কাছে বিএনপি মাথানত করেনি। এখনো কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না।’
ছোট ছোট ষড়যন্ত্রকে বিএনপি ভয় পায়না বলেও মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত নেতারা।
এছাড়া দুর্নীতিবাজ, অসামাজিক ব্যক্তি, সন্ত্রাসী যাদের দলে আনলে উল্টো ভোট কমে যাবে, তাদেরকে কোনোভাবেই সদস্য না করার নির্দেশ দেন বক্তারা।