মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ফের তিন দিনের রিমান্ডে মেনন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬ শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা নতুন টি-টেন লিগে ডাক পেলেন সাকিব-তামিম

কেরিয়ার বাঁচাতে প্রেম বিসর্জন দিলেন তনুশ্রী

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ২৪, ২০২২
কেরিয়ার বাঁচাতে প্রেম বিসর্জন দিলেন তনুশ্রী

প্রথমে অভিনেতা রুদ্রনীল ঘোষ, তারপর ব‍্যবসায়ী রাজকুমার গুপ্ত। পরপর দুবার সম্পর্ক ভাঙল ওপার বাংলার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর। রুদ্রনীলের সঙ্গে বিচ্ছেদের পর রাজকুমারের প্রেমে পড়েছিলেন তিনি। সম্পর্কের কথা নিজ মুখে কোনোদিন স্বীকার না করলেও দুজনকে প্রায়ই দেখা যেত একসঙ্গে। রাজকুমারও তনুশ্রীর সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়।

সেই সম্পর্কেই নাকি গ্রহণ লেগেছে এবার। সম্প্রতি এমনি চর্চা চলছে বিনোদুনিয়ায়। খবর বলছে, রাজকুমারের দেওয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তনুশ্রী। এখনি কোনো রকম স্থায়ী সম্পর্কে জড়াতে চান না তিনি। কাজের প্রতি, নিজের কেরিয়ারের প্রতিই ফোকাস তনুশ্রীর। গুঞ্জন কি সত‍্যি?

ব‍্যক্তিগত জীবন বরাবর পর্দার আড়ালে রেখেছেন তনুশ্রী। এবারেও যথারীতি তাঁর মুখে কুলুপ। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তাঁর বক্তব‍্য, এই নিয়ে তিনি কোনো মন্তব‍্য করবেন না। সময় এলে সবাই সবটা জানতে পারবেন। ততদিন যার ইচ্ছা গুঞ্জনে বিশ্বাস করার সে করতেই পারে।

নাগাড়ে বিয়ের কথা শুনে শুনে ক্লান্ত তনুশ্রী। সমাজের চিন্তাধারার উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, ছেলেদের তো এতবার বিয়ের কথা শুনতে হয় না। তাহলে মেয়েদের কেন? তাঁর বাড়িতেও অবশ‍্য একই রকম পরিস্থিতি। মা বিয়ের কথা বলে বলে এখন হাল ছেড়ে দিয়েছেন। তনুশ্রীর স্পষ্ট কথা, সময় এলে বিয়ে করবেন। তবে এ নিয়ে বিশেষ কিছু ভাবেন না তিনি।

আপাতত সম্পর্কের চর্চার বাইরে গিয়ে কেরিয়ার নিয়ে ব‍্যস্ত তনুশ্রী। বলিউডে পাড়ি দিয়েছেন তিনি। সানি দেওলের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন। যদিও তাঁর বক্তব‍্য, চুক্তিপত্রে সই করতে হয়েছে। বলিউড ডেবিউ নিয়ে কিচ্ছু বলতে পারবেন না। সম্প্রতি তনুশ্রী অভিনীত ‘আবার বছর কুড়ি পরে’ ছবিটি লাস ভেগাসে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে প্রদর্শিত হয়েছে। সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ