শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ নামল ১৯ বিলিয়ন ডলারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ জাতীয় সংসদকে হাইকোর্টের ১৬ পরামর্শ পাকিস্তান নারী দলকে হারিয়ে দিলো বাংলাদেশ কাপুরুষের কাছে রাজনীতি শোভা পায় না: কাদের সিইসির সঙ্গে তিন গোয়েন্দা প্রধানের সাক্ষাৎ ‌‌বিএনপি দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে- তথ্যমন্ত্রী ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে : রিজভী ইসরায়েলবকে হিজবুল্লাহর হুঁশিয়ারি ইসরায়েল থেকে আরও ২ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার ঢাকা কমিউনিটি হাসপাতালে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পেনশন স্কীমে ব্যাপক সাড়া, ৩দিনে ৪০ হাজার আবেদন, ২ কোটি টাকা জমা ডিজিটাল ব্যাংক স্থাপনে ৫২ আবেদন, উপযোগিতা নিয়ে প্রশ্ন প্রধান তিন দলের নেতাদের সঙ্গে বৈঠক, চীনের খপ্পড়ে বাংলাদেশ পড়েছে কি না প্রশ্ন দুই কংগ্রেস সদস্যের বাড়তি দর নিয়ন্ত্রণে পেঁয়াজ-কাঁচা মরিচের পর এবার ডিম আমদানির পরিকল্পনা

কে কে’র বাছাই করা জনপ্রিয় ১২ গান

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১, ২০২২

জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে কলকাতায় অনুষ্ঠান করতে গিয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ ভক্ত-অনুরাগীরা। বলিউডে অনেক জনপ্রিয় গান উপহার দেয়া এই শিল্পীর ছোটবেলা থেকেই গানের প্রতি জোঁক ছিল। বলা যায়, অনেকটা সংগ্রামের পরই শ্রোতাহৃদয়ে বেশ শক্তভাবে অবস্থান করে নিয়েছিলেন তিনি।

কে কে সংগীত ক্যারিয়ারে হিন্দি, বাংলা, তামিল, মারাঠি, গুজরাটি, তেলেগু, মালায়ালামসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন। তার অনেক গানই শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়। বলিউড সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এবার তাহলে জনপ্রিয় ১২টি গান তুলে ধরা হলো পাঠকদের জন্য।

১৯৯৬ সালে কে কে’র প্রথম অ্যালবাম ‘পল’ প্রকাশ হয়। অ্যালবামটির ‘পেয়ার কা পল’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।

১৯৯৯ সালে বলিউডের ভাইজান সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমার ‘তাড়াপ তাড়াপ’ গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। যা গেয়েছিলেন কে কে।

২০০২ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমা প্রকাশ হয়। বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সিনেমাটির ‘দোলা রে দোলা’ জনপ্রিয় গানটির মেল সিঙ্গার কে কে।

২০০৩ সালে সুজয় ঘোষ পরিচালিত ‘ঝংকার বিটস’ সিনেমা প্রকাশ পায়। সিনেমাটির ‘তু আশিকি হ্যায়’ গানটি কে কে’র গাওয়া। যা ব্যাপক জনপ্রিয় একটি গান।

২০০৫ সালে বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনীত ‘আশিক বানায়া’ সিনেমা প্রকাশ হয়। সিনেমাটির ‘দিলনাশি দিলনাশি’ গানটি প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র তিন বছরেরও কম সময় ১৩ কোটির বেশিবার শোনা হয়েছে। ব্যাপক জনপ্রিয় এ গানটির শিল্পী কে কে।

২০০৬ সালে মোহিত সুরি পরিচালিত ‘ও লামহে’ সিনেমা মুক্তি পায়। সিনেমার ‘কেয়া মুঝে প্যায়ার হ্যায়’ গানটিও কে কে’র গাওয়া।

২০০৭ সালে বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমা প্রকাশ হয়। সিনেমাটির জনপ্রিয় একটি গান ‘আঁখো মে তেরি’ গেয়েছিলেন কে কে।

২০০৭ সালে বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমা প্রকাশ হয়। সিনেমার জনপ্রিয় ‘আলবিদা’ গানটি কে কে’র গাওয়া।

২০০৮ সালে বলি নায়ক রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত ‘বাচনা এ হাসিনো’ সিনেমা প্রকাশ হয়। এই সিনেমার ‘খোদা জানে’ গানটি অল্প ক’দিনেই শ্রোতামহলে জায়গা করে নিয়েছিল সেই সময়। গানটির পুরুষ শিল্পী কে কে।

২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমা রিলিজ হয়। সিনেমাটির ‘জারা সা দিল মে দে জাগা’ গানটি ব্যাপক জনপ্রিয়। এ গানটির শিল্পী কে কে।

২০০৯ সালে বলি নায়ক ইমরান হাশমি ও অভিনেত্রী সোহা আলী খান অভিনীত ‘তুম মিলে’ সিনেমা প্রকাশ হয়। কোনাল দেশমুখ পরিচালিত এই সিনেমার ‘দিল ইবাদত’ গানটি কে কে’র গাওয়া।

২০১০ সালে ‘কাইটস’ সিনেমা প্রকাশ হয়। এতে ‘জিন্দেগি দো পল কি’ শিরোনামের একটি গান শ্রোতামহলে সাড়া ফেলে। যা মূলত কে কে’র গাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য সংবাদ