আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ দুই সপ্তাহ আগে ফুটবলকে বিদায় জানান। দুই দশকের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনতেই কোচ হওয়া প্রস্তাব পেয়েছেন তিনি।
আর্জেন্টিনার ক্রীড়া ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের ফুটবল লিগ আর্জেন্টাইন প্রিমেরা দিভিসিওনের ক্লাব রোজারিও সেন্ত্রালের কোচ হতে যাচ্ছেন তেভেজ। শুক্রবার (২৪ জুন) রাতেই আসতে পারে এ বিষয়ে ঘোষণা।
ক্লাবটির সদ্য সাবেক হওয়া কোচ লিয়ান্দ্রো সোমোজার আকস্মিক পদত্যাগ করেন। এরপর ক্লাবটি নতুন কোচের সন্ধানে নামে। ক্লাবের সহ-সভাপতি রিকার্দো কারলোনির পছন্দের তালিকায় প্রথমেই রয়েছেন আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ কাঁপানো তেভেজ। তাই তো রোজাসিওর পদত্যাগ ও রিকার্দো বদান্যতায় অবসরের পর পরই কপাল খুলল তেভেজের।
গত ৪ জনু লুজ আনিমেলস নামের এক অনুষ্ঠানে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন তারকা তেভেজ। সাংবাদিক আলেহান্দ্রো ফান্তিনোর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে তেভেজ তার খেলোয়াড়ি জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান।