মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স ট্রফি: ফেভারিট পাকিস্তান-ভারত দুবাইয়ে ভারতের ক্যাম্প ছাড়লেন মরকেল কিয়েভকে বাদ দিয়ে চুক্তি নয়, ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক ফিলিস্তিনি বসতিতেও অস্থিরতা ছড়াচ্ছে নেতানিয়াহু সরকার নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নতুন দল!

কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জানুয়ারি ১৬, ২০২৫
কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ

রাতের ভোট কল্পনা করতে পারি না। কোনো ভোটই রাতে হবে না। সবার সহযোগিতা পেলে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবো। যত দ্রুত ঐকমত্য আসবে তত দ্রুত আমাদের কাজ করতে সুবিধা হবে।— বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন,‘সুষ্ঠু নির্বাচন দেয়া আমাদের জন্য প্রধান দায়িত্ব ও কর্তব্য।’

তিনি বলেন, ‘এখনো আমরা অফিসিয়ালি নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট পাইনি, পেলে আমরা বিচার বিশ্লেষণ করে জানাতে পারবো। দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরো একধাপ এগিয়ে যাবে কমিশন।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত। রাতের ভোট কল্পনা করতে পারি না। আমরা আত্মবিশ্বাসী সকলের সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার।’

গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই বলে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ।


এ বিভাগের অন্যান্য সংবাদ