কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নারীদের কোপা আমেরিকার অষ্টম শিরোপা জিতল ব্রাজিল। রোববার (৩১ জুলাই) ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি গোলে শিরোপা নিশ্চিত করেন সেলেসাওরা।
ম্যাচের শুরুতেই বল নিয়ন্ত্রণে রাখে ব্রাজিল। তবে কলম্বিয়াও হাল ছাড়েনি। ব্রাজিলের গোলপোস্টে বেশি শট নিয়েছে তারা। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি স্বাগতিকরা। ফাইনালে হেরে দ্বিতীয় স্থান নিশ্চিত করলো কলম্বিয়া।
নারী কোপা আমেরিকার ৯য়টি আসরের প্রতিবারই ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে প্রতিবারই শিরোপাও জিতেছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে সেইবার ফাইনালে হেরেছিল দলটি।
২০১৮ সালেও স্বাগতিক চিলিকে হারিয়ে শিরোপা জিতে ব্রাজিল। এবার কলম্বিয়াকে হারিয়ে আবারও নিজেদের অবস্থান ধরে রাখলো ব্রাজিল।
কোপার ফাইনালে ওঠায় ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে যায়গা নিশ্চিত করেছে ব্রাজিল ও কলম্বিয়া। এছাড়াও টুর্নামেন্টে তৃতীয় অবস্থানে থাকায় ২০২৩ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।