রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

কোপেনহেগেনকে দাঁড়াতেই দেয়নি সিটি

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২৪
কোপেনহেগেনকে দাঁড়াতেই দেয়নি সিটি

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ড্রতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে কোপেনহেগেনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে অনুমিত ফলাফলটাই পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ডেনমার্কের পার্কেনে কোপেনহেগেনকে দাঁড়াতেই দেয়নি সিটি। পুরো ম্যাচ জুড়ে দাপটের সঙ্গে খেলা পেপ গার্দিওলার দল ৩-১ গোলের বড় জয় পেয়েছে প্রথম লেগে।

স্কোর লাইন দেখে কোপেনহেগেন কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করেছে এমন আভাস মিললেও বাস্তবে তা ঘটেনি। ম্যাচজুড়েই আধিপত্য ছিল সিটির। ম্যাচে গোলের জন্য ২৭টি শট নেওয়া সিটির ১৩টিই ছিল লক্ষ্যে, বল দখলেও পাত্তা পায়নি কোপেনহেগেন। সিটির দখলে ছিল ৭৯ শতাংশ বল।

১০ মিনিটে ফিল ফোডেনের অ্যাসিস্টে সিটিকে এগিয়ে নেন কেভিন দি ব্রুইনা। প্রথমার্ধের প্রথম ২০ মিনিট একেবারেই বিবর্ণ ছিল স্বাগতিক দল। তবে ২১তম মিনিটে ধাক্কা খায় সিটি। জ্যাক গ্রিলিশ চোটে পড়লে তাঁর পরিবর্তে মাঠে নামেন জেরেমি ডোকো। গ্রিলিশকে হারিয়ে কিছুটা পথ হারায় সিটি। ম্যাচের ৩৪তম মিনিটে নিশ্চুপ হয়ে যাওয়া স্টেডিয়ামকে জাগিয়ে তুলেন ম্যাগনাস ম্যাটসন। এই ড্যানিশ মিডফিল্ডারের গোলে সমতা ফেরায় স্বাগতিক দল।

কোপেনহেগেন যখন ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যাওয়ার ক্ষণ গণনা করছিল ঠিক তখন যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন বের্নার্দো সিলভা। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ে সিটির। তবে একের পর এক আক্রমণে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন কোপেনহেগেনের পোলিশ গোলরক্ষক কামিল গ্রাবারা। তবে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ৯২তম মিনিটে ডি ব্রুইনার অ্যাসিস্টে দলের জয়ের ব্যবধান ৩-১ করেন ফিল ফোডেন।

শেষ আটে যাওয়ার পথে এই জয়ে অনেকটাই এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগ সিটির ঘরের মাঠে আগামী ৭ মার্চ, যেখানে অনুমিতভাবে এগিয়ে থাকবে বর্তমান চ্যাম্পিয়নরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ