বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ‘ঐতিহাসিক’ প্রস্তাব পাস, ভারতসহ ভোট দেয়নি ৪৩ দেশ ইসরায়েলে নতুন করে অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি লেবাননজুড়ে দ্বিতীয় দফায় পেজার বিস্ফোরণ, নিহত ২০ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার আরেকটি হত্যা মামলায় আসামি শেখ হাসিনা-রেহানা-জয়সহ ২১৬ জন আনিসুল হক ও সালমান এফ রহমান ফের ৫ দিনের রিমান্ডে ড. ইউনূসের সঙ্গে মোদির সম্ভাব্য বৈঠক হচ্ছে না পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয়

কোরআন হাতে শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন দুই মন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২, ২০২২
কোরআন হাতে শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন দুই মন্ত্রী

ইতিহাসে প্রথম বারের মতো দুজন মুসলিমকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায়।

স্থানীয় গণমাধ্যম এবিসি ও সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, প্রথম মুসলিম পুরুষ হিসেবে এড হাসিক দেশটির শিল্প ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

অপর দিকে প্রথম মুসলিম নারী হিসেবে অ্যান অ্যালি প্রাক শৈশব শিক্ষা এবং যুব বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার (১ জুন) অন্যদের সঙ্গে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেন এই দুই মন্ত্রীও।

গভর্নর-জেনারেল ডেভিড হার্লি তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সময় উভয়ের হাতেই ছিল পবিত্র কোরআন।

কিন্তু হাসিক কিংবা অ্যালি কেউই কোরআন নিয়ে শপথ গ্রহণ করতে যাননি। তাহলে কোথায় পেলেন কোরআন? মূলত, অস্ট্রেলিয়ার মুসলিম নারী কমিউনিটির নেত্রী মাহা আব্দো পবিত্র কোরআনের কপিটি হাসিককে দিয়েছিলেন। আর মাহা তাকে কোরআনটি দিয়েছিলেন শপথ অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্যই।

আর সেই কোরআনটিই শপথগ্রহণ অনুষ্ঠানে নিয়ে যার হাসিক। তিনি শপথ গ্রহণের পর অ্যালির কাছে হস্তান্তর করেন সেটি। অ্যালিও কোরআন হাতে নিয়ে শপথ গ্রহণ করেন।

এদিকে এমন অংশগ্রহণমূলক মন্ত্রিসভার বিষয়ে এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লেখেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই গর্বিত, যা অস্ট্রেলিয়ার মতোই বৈচিত্র্যময়। লেবার পার্টির নতুন সদস্যদের সবাইকে স্বাগতম।’

তিনি আরো লেখেন, ‘আমি আমার অভিজ্ঞ, বৈচিত্র্যময় ও উজ্জীবিত দল নিয়ে খুবই গর্বিত। আমরা সবাই অস্ট্রেলিয়াবাসীকে একটি ভালো ভবিষ্যত দিতে প্রস্তুত। প্রথমে আমরা ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় পরিবারগুলোকে সাহায্যের ওপর গুরুত্বারোপ করব।’


এ বিভাগের অন্যান্য সংবাদ