ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে চিকিৎসায় এখন তিনি সুস্থ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ (শনিবার) হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর একটি চিঠির বিবৃতি দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার সময় ৮০ বছর বয়সী জো বাইডেনের ত্বকে ক্যানসারের জীবাণু শনাক্ত হয়। গত ১৬ই ফেব্রুয়ারি ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়।
কেভিন ও’কনর বলেন, বাইডেনের ত্বকে ক্যানসার আক্রান্ত সব টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। এবিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। বাইডেনের ত্বকে যে ক্যান্সারের ধরন পাওয়া গেছে তার নাম ‘বেসাল সেল কার্সিনোমা’, এটি সাধারণত ছড়িয়ে পড়ে না বা মেটাস্টেসিস হয় না।
উল্লেখ্য, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, বেসাল এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা যুক্তরাষ্ট্রে ত্বকের ক্যান্সারের দুটি সবচেয়ে সাধারণ রূপ। এটি নিরাময়যোগ্য এবং প্রাথমিকভাবে চিকিৎসা করা হলে ন্যূনতম ক্ষতি করে।
স্কিন ক্যান্সার ফাউন্ডেশন অনুসারে প্রতিবছর ৩.৬ মিলিয়ন আমেরিকান ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়।