সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

ক্যাপিটাল সিরাজের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
আপডেট : মে ৫, ২০২৫
ক্যাপিটাল সিরাজের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ শপিং মলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে।

সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ১৮ তলা ভবনের বেজমেন্টে লাগা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণে আনে ফায়ার সার্ভিস।। এ সময় ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ভবনটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে যোগ দেয় আরও ৮ ইউনিট। আগুন লাগার পর আতঙ্কে ছাদে অবস্থান নেন অনেকেই। এ সময় ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস জানায়, জীবিত উদ্ধারদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু আছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কিছু জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা জেনারেটর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। ভবনের বাসিন্দারা নিরাপদে বের হতে পেরেছে আর এখনো যারা ভেতরে আছে তারা নিরাপদে আছে বলে জানায় স্বজনেরা।

গত বছরে ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ভয়াবহ ওই আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

ক্যাপিটাল সিরাজ মার্কেটটির অবস্থান গ্রিন কোজি কটেজের উল্টোপাশে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।


এ বিভাগের অন্যান্য সংবাদ