শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৪ ডিগ্রি তাপমাত্রায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও হামাস নেতাদের কাতার থেকে বের করে দিতে বলল যুক্তরাষ্ট্র

ক্রিকেটে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন আমির

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১২, ২০২২

পাকিস্তানে ইমরান খানের সরকারের পতনের পর জোর গুঞ্জন পিসিবিতেও পদ হারাতে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা। সেই সঙ্গে আরেকটি গুঞ্জন ওঠে হুট করে অবসরে যাওয়া বাঁ হাতি ক্রিকেটার মোহাম্মদ আমির আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন।

মিডিয়াতে এমন খবর প্রকাশ পেলেও নিজ মুখে কিছুই বলেননি ক্রিকেটার আমির। অবশেষে এ বিষয়ে এবার মুখ খুললেন বাঁ হাতি এ পেসার। বললেন, আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছাই নেই তার। পাকিস্তানের খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’কে বিষয়টি নিশ্চিত করেছেন ২৯ বছর বয়সী বাঁহাতি এই পেসার।

২৯ বছর বয়সী বাঁ হাতি এ পেসার এখন বিভিন্ন লিগ খেলতে ব্যস্ত। পাশাপাশি তিনি তার পরিবারের সঙ্গে জীবন উপভোগ করছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর টিম ম্যানেজমেন্টের উপর মানসিক অত্যাচারের অভিযোগ এনে মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পাকিস্তানের এ তারকা পেসার। যেখানে তৎকালীন প্রধান কোচ মিসবাহ-উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের দিকেই অভিযোগের তীর ছুঁড়েছিলেন আমির।

প্রসঙ্গত, ২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ হয়েছিল মোহাম্মদ আমিরের। দূর্দান্ত বোলিং প্রতিভায় অভিষেকের পর খুব অল্প সময়েই বেশ নাম কুড়িয়েছিলেন বাঁহাতি পেসার।

কিন্তু ২০১০ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে ফিক্সিংয়ে জড়িয়ে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির। পরবর্তীতে নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আবারও ফিরেন আমির। তারপর তিন ফরম্যাটে নিয়মিতভাবেই নিজের সামর্থ্যের জানান দিচ্ছিলেন তিনি। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

২০১৯ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। আর গত বছর বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে মাত্র ২৮ বছর বয়সে অবসর নেয়ায় সম্ভাবনাময়ী ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘ হয়নি আমিরের।


এ বিভাগের অন্যান্য সংবাদ