রুশ-অধিভুক্ত ক্রিমিয়ারসেতুতে হামলাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। এজন্য তিনি ইউক্রেনকে দায়ী করেছেন।
রোববারএ ঘটনায় গঠিত রাশিয়ার তদন্ত কমিটির সদস্যদের সাথে বৈঠকে তিনি বলেন, রাশিয়ার বেসামরিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করার জন্যইউক্রেনের গোয়েন্দা বাহিনী ক্রিমিয়ারসেতুতে হামলা করেছে।
পুতিনের এই বক্তব্যের আগে শনিবার দিনের শুরুর দিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। একটি অ্যাপার্টমেন্ট ব্লক ও কয়েকটি আবাসিক ভবনে চালানো এই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত ও ৮৯ জন আহত হন বলে জানান ইউক্রেনীয় কর্মকর্তারা।
পুতিন রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেক্সান্দার বাস্ত্রিকিনের সঙ্গে বৈঠক করেন। তিনি গত শনিবারের গাড়ি বিস্ফোরণ ও পরবর্তী সময় সেতুতে আগুন ধরে যাওয়ার ঘটনায় তদন্তে পাওয়া বিষয়গুলো তুলে ধরেন।