মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আরেক মামলায় খালাস, কারামুক্তিতে আর বাধা নেই বাবরের জকোভিচের দারুণ জয়, আলকারাজও দ্বিতীয় রাউন্ডে মডেল তিন্নি হত্যা: খালাস পেলেন সাবেক এমপি অভি স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জামায়াতের সঙ্গে দ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: রিজভী ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি-করাপশনের মোদির ডিগ্রি প্রশ্নে তথ্য দিতে নারাজ দিল্লি বিশ্ববিদ্যালয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত জুলাই গণঅভ্যুত্থানে ১৪৬ জন শিশু ও নারী শহীদ: উপদেষ্টা শারমীন গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত চূড়ান্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া হাসিনা-জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা চীনজুড়ে চলছে শীতকালীন বরফ উৎসব ট্রাম্পের শপথের পরই ইরানে হামলার গুঞ্জন

ক্লান্তি আর হতাশায় ডুবে ব্যাটিং ভুলতে বসেছেন বিরাট কোহলি!

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২৯, ২০২২

ক্লান্তি ভর করতেই জাতীয় দলের পর আইপিএলেও হাসছে না বিরাট কোহলির ব্যাট । প্রত্যাশা পুরণ করতে না পেরে প্রতিনিয়ত ডুবে যাচ্ছেন হতাশায় । আইপিএলে বিরাট কোহলি কি বোঝা হতে চলেছেন আরসিবির?

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির অফ ফর্মে হতাশ ভক্তরা, জাতীয় দলের পর আইপিএলেও মুখথুবরে পড়েছেন এই ইন্ডিয়ান রান মেশিন। ভারতীয় গণমাধ্যমে রীতিমত নিয়ম করে চলছে কোহিলর অফ ফর্ম নিয়ে কাটাছেড়া। দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে খুজে বের করার চেষ্টা করা হয়েছে কোহলির ব্যর্থতার কারণ। প্রথমেই সেখানে বলা হয়েছে মানসিক চাপের কারণে কোহলির ব্যাটিংয়ে চাইল্ডিশ মিসটেক, অপ্রত্যাশিত ভাবে হচ্ছেন আউট। দর্শকের প্রত্যাশার চাপে প্রতিনিয়ত নুয়ে পড়ছেন কোহলি।

টানা খেলার মধ্যে থেকে টায়ার্ড কোহলির প্রয়োজন বিশ্রাম। তবে ১৭ কোটি রুপি দিয়ে ক্রিকেটার কিনে তাকে বিশ্রাম দেয়ার মত বিলাসিতা দেখাতে চায়না কোহলির দল রয়্যাল চ্যলেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দিনকে দিন বাইশে গজের ব্যর্থতা আত্মবিশ্বাসে ধরিয়েছে কোহিলর । এক সময় যে ধরনের বল খেলতেন অবলিলায় এখন সেই ধরেনর বলেই আউট হচ্ছেন হরহামেশাই ।

ব্যাটিং টেকনিকেও দেখা দিয়েছে সমস্যা। যদিও একসময় শচীন টেন্টুলকার বলেছিলেন কোহলির টেকনিকে কোন সমস্যা নেই। আর আইপিএলে অধিনায়ক দুপ্লেসি ছাড়া কারো সাপোর্ট পাচ্ছেন না কোহলি।

চলমান আইপিএলে আরসিবির হয়ে ৯ ম্যাচে করেছেন মাত্র ১২৮ রান, নেই হাফসেঞ্চুরি, টি টোয়েন্টির মারকাটারী ক্রিকেটে এই আসরে এখন পর্যন্ত মাত্র দুইটা ছক্কা মেরেছেন কোহলি।

কোহলির ব্যর্থতার শুরু আইপিলে নয়, ব্যাডপ্যাচের শুরু জাতীয় দলের হয়েই। টেস্টে শেষ দশ ইনিংসে মেলেনি সেঞ্চুরির দেখা। সর্বোচ্চ করেছেন ৭৯ রান। ওয়ানডেতেও একই চিত্র, সর্বোচ্চ স্কোর ৬৬। আর টি টোয়েন্টির শেষ দশ ইনিংসেও নেই থ্রি-ডিজিটের ইনিংস। সব মিলিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।


এ বিভাগের অন্যান্য সংবাদ