বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

ক্ষমতাসীন দল চায় তারা যা বলবে পুলিশ তাই করবে: সাবেক আইজিপি

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৮, ২০২২
ক্ষমতাসীন দল চায় তারা যা বলবে পুলিশ তাই করবে: সাবেক আইজিপি

বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি এবং আমলাতন্ত্র—এরা কখনো পুলিশের পরিবর্তন চাইবে না। ক্ষমতাসীন রাজনৈতিক দল চায়, তারা যা বলবে পুলিশ তাই করবে। তবে সবকিছু ছাপিয়ে পুলিশদের নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার (২৮ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নিজের লেখা আত্মজীবনীমূলক বই ‘পুলিশ জীবনের স্মৃতি: স্বৈরাচার পতন থেকে জঙ্গির দমন’—এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন এ কে এম শহীদুল হক।

এ সময় তিনি বলেন, সমাজে পুলিশ রয়েছে বলেই তাদের প্রয়োজনীয়তা অনুধাবন করা যায় না। তাদের (পুলিশ) বোঝার জন্য এই বইয়ে অনেক বিষয় রয়েছে। বইটিতে কেবল পুলিশ জীবনের স্মৃতিই নয়, বাল্যজীবন থেকে এ সময় পর্যন্ত অনেক বিষয়ই তুলে ধরা হয়েছে। কর্মক্ষেত্রের নানা বাধা ও প্রতিবন্ধকতার কথাও বইটিতে তিনি তুলে ধরেছেন।

এ কে এম শহীদুল হক বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি এবং আমলাতন্ত্র—এরা কখনো পুলিশের পরিবর্তন চায় না। ক্ষমতাসীন রাজনৈতিক দল চায়, তারা যা বলবে পুলিশ তাই করবে। আবার সংসদ সদস্য চান, তিনি যা বলবেন সেটাই করবেন ওসি। এসব চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবিলা করে খুবই কঠিন কাজ।

সাবেক আইজিপি বলেন, স্বাধীনতা দিতে হবে পুলিশকে। জুডিশিয়াল সার্ভিস প্রদান করতে হলে আইনের পরিবর্তন জরুরি। আমলাদের জন্য আইন করা সম্ভব হয়নি। এ কারণে পুলিশ আইনের পরিবর্তন প্রয়োজন।

কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক সচিব কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা।


এ বিভাগের অন্যান্য সংবাদ