শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার সংলাপের প্রথম দিনেই বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয় রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ‘সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কাজ করুন’ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যার অভিযোগ জাতীয় নাগরিক কমিটির বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসরায়েলে ২৪০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা, নতুন মুখ জাফার মায়ামির আরেকটি শিরোপা অঘটনের রাতে মাদ্রিদ-বায়ার্নের হার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি কর দেয়ার রায় প্রত্যাহার জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান সাইবার নিরাপত্তা আইন বাতিল চান বিশেষজ্ঞরা

খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২৪
খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ির দীঘিনালায় মো. মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরবর্তীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন স্থানে। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত চলা এসব সংঘর্ষে তিনজন নিহত এবং প্রায় ২০ জন আহত হন। নিহতরা হলেন—ধনরঞ্জন চাকমা (৫০), রুবেল ত্রিপুরা ও জুরান চাকমা (২০)।

এদিকে, এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। যা দুপুর ২ টা থেকে রাত ৯ পর্যন্ত বলবৎ থাকবে। শুক্রবার (২০ সেপ্টম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান। তিনি জানান, খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে। এছাড়া, সকল পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ধনরঞ্জন চাকমা গতকাল দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বাকি দুজন রুবেল ত্রিপুরা ও জুরান চাকমা খাগড়াছড়ি জেলা সদরের নারানখাইয়া এলাকায় গুলিতে নিহত হন। তাদের মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মর্গে আছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা জানান, তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং অপর দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালির সংঘর্ষের জের ধরে সন্ধ্যার পর থেকে দীঘিনালা, পানছড়িসহ জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তার অবরোধ করা হয়। পানছড়িতে বিক্ষোভকারীরা ফায়ার সার্ভিস স্টেশনে হামলা ও ভাঙচুর করে।

পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে উত্তেজিত পাহাড়ি লোকজন রাস্তায় গাছ কেটে এবং চেঙ্গী নদীর জন্য নির্মিত ব্লক ফেলে রাস্তা অবরোধ করে রেখেছে। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা ও পানছড়িতে নিরাপত্তা বাহিনীকে টহল দিতে দেখা যায়।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে এলাকায় সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘দীঘিনালায়র বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সবাই মিলে পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা করছি।’


এ বিভাগের অন্যান্য সংবাদ