শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৪৬৬ জন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না: তারেক রহমান ‘পার্বত্য অঞ্চলে শান্তির জন্য যা দরকার সেনাবাহিনী তাই করবে’ নির্বাচিত সংসদ ছাড়া সংবিধানের পরিবর্তন করা যায় না: গয়েশ্বর রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ব্যবহার করতো আমলাদের মধ্যে এখনও ভারতের দোসর আছে: মাহমুদুর রহমান ভুল তথ্যের ভিত্তিতে গড়ে ওঠে আর্থিক কাঠামো আমুর আইনজীবীকে মারধর করা হয়নি: পিপি ফারুকী চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক জনগণকে উত্তেজিত না হওয়ার আহ্বান বাইডেনের ভারতে রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ আমদানিতে নিষেধাজ্ঞা উঠল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন নবি অস্ট্রেলিয়ার সামনে অন্য পাকিস্তান আজ মেঘ মেঘ করবে, কাল হতে পারে বৃষ্টি

খারকিভে জয়লাভ করেছে ইউক্রেন: আইওডব্লিউ

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৪, ২০২২

খারকিভে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন জয়ী হয়েছে। এমনটাই মনে হচ্ছে বলে জানিয়েছে দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইওডব্লিউ)। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আইওডব্লিউ বলেছে, ইউক্রেন খারকিভের যুদ্ধে জয়ী হয়েছে বলে মনে হচ্ছে। ইউক্রেনের পাল্টা আক্রমণ ও শক্তিবৃদ্ধির কারণে রাশিয়া শহরের চারপাশে অবস্থান থেকে পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আইওডব্লিউ তাদের সর্বশেষ মূল্যায়নে বলেছে, খারকিভ থেকে রাশিয়া এখন সুশৃঙ্খলভাবে প্রত্যাহার পরিচালনা করছে। তারা রাশিয়ানদের দেশে ফিরিয়ে নেওয়ায় অগ্রাধিকার দিচ্ছে।

এর বাইরে অন্যান্য অঞ্চলের মধ্যে রাশিয়ান সৈন্যরা ইজিয়াম থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। সামান্য অগ্রগতি করেছে। উত্তর ও দক্ষিণ দিক থেকে সেভেরোডোনেটস্ক এবং লাইসিচানস্ককে ঘিরে ফেলার দিকে মনোনিবেশ করছে তারা। আর স্নেক দ্বীপের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।


এ বিভাগের অন্যান্য সংবাদ