শর্ত শিথিল করে দেশের বাইরে চিকিৎসা ও মুক্তির মেয়াদ বাড়াতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন আইনমন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
প্রয়োজনীয় মতামত দিয়ে তা আবার আইনমন্ত্রণালয়ে পুনরায় পাঠানো হবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে।
এর আগে গত সোমবার পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। চলতি মাসের ২৪ মার্চ বর্তমান মুক্তির মেয়াদ শেষ হবে।
২০২০ সালে দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশ মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এ নিয়ে ৬ বার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
এর আগে গত রোববার আইনমন্ত্রী আনিসুল হক জানান পরিবারের আবেদন পেলে তারা তা বিবেচনা করবেন।