বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সব মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিচারের মুখোমুখি হলেও ভারতের আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। তাকে দেশে ফেরত নিয়ে আসার দায়িত্ব সরকারের।
এ সময় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি প্রসঙ্গে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।