বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে নেয়ার দাবি বিএনপির

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১২, ২০২২
খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে নেয়ার দাবি বিএনপির

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১২ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

গতকাল শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার বিষয়ে সরকারের কোনও দায় নেই। তার এ বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আল্লাহ না করুক, খালেদা জিয়ার কিছু হোক। তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে।

এসময় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া কয়েকবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন। চিকিৎসকদের সুচিকিৎসায় আমাদের মাঝে ফিরে এসেছেন উনি। এখন উনার উন্নত চিকিৎসা প্রয়োজন। দেশে যা নেই। তাই তাকে বিদেশে পাঠাতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ ঘিরে সকাল থেকে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড-ইউনিট-থানার নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে তাদের স্লোগানে প্রেসক্লাব এলাকা মুখর হয়ে ওঠে। এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ