মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস তিস্তায় নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স ট্রফি: ফেভারিট পাকিস্তান-ভারত দুবাইয়ে ভারতের ক্যাম্প ছাড়লেন মরকেল কিয়েভকে বাদ দিয়ে চুক্তি নয়, ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক ফিলিস্তিনি বসতিতেও অস্থিরতা ছড়াচ্ছে নেতানিয়াহু সরকার

খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসিনা: ফখরুল

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৯, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নীলফামারির সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

এর আগের দিন বুধবার (১৮ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে নিয়ে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তিনি মনে করেন সরকার প্রধানের এমন বক্তব্য প্রচ্ছন্নভাবে খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার হুমকি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, যেভাবেই আসুন না কেন। তিনি এমন বক্তব্য দিতে পারেন না।

তিনি মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, তাকে সরাসরি হত্যার হুমকি। সেতু থেকে ফেলে দেয়া- এটা কখনোই স্বাভাবিক ঘটনা হতে পারে না। আমরা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছি এবং প্রচণ্ডভাবে তার এমন বক্তব্যের নিন্দা জানাই।

প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে খালেদা জিয়ার উক্তি উল্লেখ করে বলেন, বলেছে, স্প্যানগুলো বসানো হচ্ছে, সেটা তার কাছে জোড়াতালি দেয়া ছিল। পদ্মা সেতু বানাচ্ছে, তাতে চড়া যাবে না। চরলে তা ভেঙে যাবে। তার সঙ্গে তার কিছু দোসররা। তাদের কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেয়া উচিত।


এ বিভাগের অন্যান্য সংবাদ