বিস্ফোরক আইনে করা মামলায় খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জিএমবি’র দুই সদস্যকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো- নুর মোহাম্মদ অনিক ও মোজাহিদুল ইসলাম রাফি।
আজ রোববার (২২শে মে) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। একইসাথে তাদের ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।