এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হাঁটছেন, তাও আবার বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতুর ওপর দিয়ে। একবার ভাবুনতো দৃশ্যটা কেমন মনে হচ্ছে। প্রকৃতির কাছে ছুটে কাছে যেতে হলে আপনাকে ছুটে যেতে হবে চেক রিপাবলিকে। কারণ সেখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু।
চেক রিপাবলিকে তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতুটি খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেতুটির নাম দেওয়া হয়েছে ‘স্কাই ব্রিজ ৭২১’। ব্রিজটির দৈর্ঘ্য হলো ৭২১ মিটার বা ২ হাজার ৩৬৫ ফুট হওয়ার কারণে এর নামের পাশে সংখ্যাটি যুক্ত করা হয়েছে।
দীর্ঘ দুই বছর সময় নিয়ে সেতুটি তৈরি করা হয়েছে। গত ১৩ মে শুক্রবার এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সেতুটি থেকে জেসেন্সকি পাহাড় ও মেঘের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা যাবে। তবে অভিজ্ঞতা হতে পারে ভয়ানক।
সেতুটি মাটি থেকে ৯৫ মিটার বা ৩১২ ফুট উঁচুতে। এর আগে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু তৈরি করেছিল নেপাল। এর নাম ছিল গান্দাকি গোল্ডেন ব্রিজ। এটির দৈর্ঘ্য ৫৬৭ মিটার।
চেক রিপাবলিক যে ব্রিজটি তৈরি করেছে সেটি নেপালের ঝুলন্ত সেতুর থেকে ১৫৪ মিটার বড়। এদিকে চেক রিপাবলিকের ঝুলন্ত সেতু নারী, শিশু ও বৃদ্ধ সবাই উপভোগ করতে পারবেন। কিন্তু যারা হুইল চেয়ার ব্যবহার করেন তারা সেখানে যেতে পারবেন না।
সেতুটি তৈরি করতে চেক রিপাবলিক খরচ করেছে ৮.৪ মিলিয়ন ইউরো। একসঙ্গে প্রায় ৫০০ দর্শনার্থী এটি পরিদর্শন করতে পারবে। সূত্র: সিএনএন