শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৫, ২০২২

এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হাঁটছেন, তাও আবার বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতুর ওপর দিয়ে। একবার ভাবুনতো দৃশ্যটা কেমন মনে হচ্ছে। প্রকৃতির কাছে ছুটে কাছে যেতে হলে আপনাকে ছুটে যেতে হবে চেক রিপাবলিকে। কারণ সেখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু।

চেক রিপাবলিকে তৈরি করা বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতুটি খুলে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সেতুটির নাম দেওয়া হয়েছে ‘স্কাই ব্রিজ ৭২১’। ব্রিজটির দৈর্ঘ্য হলো ৭২১ মিটার বা ২ হাজার ৩৬৫ ফুট হওয়ার কারণে এর নামের পাশে সংখ্যাটি যুক্ত করা হয়েছে।

দীর্ঘ দুই বছর সময় নিয়ে সেতুটি তৈরি করা হয়েছে। গত ১৩ মে শুক্রবার এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সেতুটি থেকে জেসেন্সকি পাহাড় ও মেঘের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা যাবে। তবে অভিজ্ঞতা হতে পারে ভয়ানক।

সেতুটি মাটি থেকে ৯৫ মিটার বা ৩১২ ফুট উঁচুতে। এর আগে বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু তৈরি করেছিল নেপাল। এর নাম ছিল গান্দাকি গোল্ডেন ব্রিজ। এটির দৈর্ঘ্য ৫৬৭ মিটার।

চেক রিপাবলিক যে ব্রিজটি তৈরি করেছে সেটি নেপালের ঝুলন্ত সেতুর থেকে ১৫৪ মিটার বড়। এদিকে চেক রিপাবলিকের ঝুলন্ত সেতু নারী, শিশু ও বৃদ্ধ সবাই উপভোগ করতে পারবেন। কিন্তু যারা হুইল চেয়ার ব্যবহার করেন তারা সেখানে যেতে পারবেন না।

সেতুটি তৈরি করতে চেক রিপাবলিক খরচ করেছে ৮.৪ মিলিয়ন ইউরো। একসঙ্গে প্রায় ৫০০ দর্শনার্থী এটি পরিদর্শন করতে পারবে। সূত্র: সিএনএন


এ বিভাগের অন্যান্য সংবাদ