সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

খুলে দেওয়া হয়েছে ‘নুর সুলতান গ্র্যান্ড মসজিদ’

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৮, ২০২২
খুলে দেওয়া হয়েছে ‘নুর সুলতান গ্র্যান্ড মসজিদ’

খুলে দেওয়া হয়েছে কাজাখস্তানের ‘নুর সুলতান গ্র্যান্ড মসজিদ’। দেশটির রাজধানী নুর সুলতানে অবস্থিত এটি মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। এই মসজিদটিতে একসঙ্গে ২ লাখ ৩৫ হাজার মুসলি­ নামাজ আদায় করতে পারবে। মনোমুগ্ধকর এই মসজিদটি দেখতে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা।

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের রাজধানী নূর সুলতানে নির্মিত হয়েছে দৃষ্টিন্দন মসজিদ ‘নুর সুলতান গ্র্যান্ড মসজিদ’। এটি মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। একইসাথে বিশ্বের সর্ববৃহৎ দশটি মসজিদেরও একটি। রাজধানীর নাম অনুসারেই এর নামকরণ করা হয়েছে। দৃষ্টিনন্দন এই মসজিদটির স্থাপত্যশৈলী যেনো নয়নাভিরাম।

কর্তৃপক্ষ জানিয়েছে, নবনির্মিত এ মসজিদে অন্তত ২ লাখ ৩৫ হাজার মুসলি­ একসাথে নামাজ আদায় করতে পারবেন। একই সাথে প্রায় ৩০ হাজার দর্শনার্থী মসজিদটি ঘুরে দেখতে পারবেন। মসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর। যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার। চারকোণায় থাকা চারটি মিনারের উচ্চতা ১৩০ মিটার। এছাড়াও রয়েছে ৭২ টি ছোট বড় সাদা ও নীল রঙের গম্বুজ।

মসজিদটির নকশা করেছে আরব আমিরাতের প্রতিষ্ঠান দেওয়ান ‘আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার’। এটি নির্মাণে ইসলামী ও ঐতিহ্যবাহী কাজাখ নির্মাণশৈলী অনুসরণ করা হয়েছে। এর প্রবেশদ্বার গুলোতে রয়েছে হাতে খোদায় করা ঐতিহ্যবাহী কাজাখ নকশা। মসজিদের পশ্চিম দিকের দেয়ালে নান্দনিক ডিজাইনে আকর্ষণীয় মোজাইক ব্যবহার করে লেখা হয়েছে আল­াহর পবিত্র ৯৯টি নাম। গত শুক্রবার মসজিদটি উদ্বোধন করা হয়। ২০১৯ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়।

মসজিদটির পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদের দাবিদার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে।

এদিকে, গিনেস ওয়ার্ল্ড রেকড অনুযায়ী বর্তমানে এশিয়ার সর্ববৃহৎ মসজিদ পাকিস্তানের ফয়সাল মসজিদ।


এ বিভাগের অন্যান্য সংবাদ