রাজধানীর কলাবাগানে খেলার মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদে নাগরিক সমাবেশ করছে বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন।
সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাস্ট, গ্রীন ভয়েস, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, নারীপক্ষ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি আয়োজিত এ নাগরিক সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তারা বলেন, এ মাঠটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এ মাঠে শিশুরা খেলা-ধুলা করে, ঈদের জামাত হয়, কেউ মারা গেলে জানাজা হয়।
সমাবেশে উপস্থিত রয়েছেন সমাজকর্মী ও মানবাধিকার কর্মী খুশি কবীর, স্থপতি ইকবাল হাবিব, বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পয়াদক জামশেদ আনোয়ার তপন প্রমুখ।
এদিকে সকালে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠান শেষে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হবে কি না, সে ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ওই এলাকায় শিশুদের খেলার জন্য বিকল্প মাঠ খুঁজতে সিটি কর্পোরেশনের মেয়রকে অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিসি মহোদয় জায়গাটি খাস জমি বলে চিহ্নিত করে বরাদ্দ দিয়েছে কলাবাগান থানাকে। সমস্ত প্রক্রিয়া শেষে যখন ভবন নির্মাণ করতে যায়, তখন খেলার মাঠের দাবিতে আমাদের মেয়র বলেছেন এই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে।