গণতন্ত্রের জন্য অবাধ-সুষ্ঠু নির্বাচন জরুরি: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫ ২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই—এ মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ১৮ জুন) সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি এখনও অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করি।’

গণতন্ত্র পরিপূর্ণ হয়নি উল্লেখ করে নেতাকর্মীদের সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

চলমান ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সবার সাথে আলাপ আলোচনা করেই দেশ পরিচালনা করবে।’

নিউজটি শেয়ার করুন

গণতন্ত্রের জন্য অবাধ-সুষ্ঠু নির্বাচন জরুরি: রিজভী

আপডেট সময় : ০৩:২৮:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫

গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই—এ মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ১৮ জুন) সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি এখনও অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করি।’

গণতন্ত্র পরিপূর্ণ হয়নি উল্লেখ করে নেতাকর্মীদের সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

চলমান ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সবার সাথে আলাপ আলোচনা করেই দেশ পরিচালনা করবে।’