জার্মানিতে গণপরিবহন ধর্মঘটের কারণে দেশটিতে স্থবির হয়ে পড়েছে পরিবহন সেবা। দেশটির অন্তত ৬টি রাজ্যে বন্ধ রয়েছে স্থানীয় গণপরিবহন চলাচল। এই ধর্মঘটের পাশাপাশি বিক্ষোভের ডাক দিয়েছে জার্মানির পরিবেশ বিষয়ক সংস্থা ফ্রাইডেস ফর ফিউচার।
মূলত পরিবহন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের মধ্যকার আলোচনায় কোনো সমাধান না আসায় শুক্রবার ডাক দেওয়া হয় এই ধর্মঘটের। বেতন বৃদ্ধি ও কর্মস্থলে অন্যান্য সুবিধা দেওয়ার দাবিতে চলতি বছরের জানুয়ারি এই বিক্ষোভের ডাক জার্মানির পরিবহন শ্রমিকরা।
এর আগে গত সোমবার জার্মানির পশ্চিমাঞ্চলে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় ভ্যার্ডি৷ এতে ড্যুসেলডর্ফ, কোলন, বন-সহ বিভিন্ন শহরে গণপরিবহণ চলাচল বন্ধ থাকে৷ ড্যুসেলডর্ফ ও কোলন-বন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হয়৷
স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা গণপরিবহণ খাতের কর্মীদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে ইউনিয়নটি৷
এদিকে শুক্রবার পরিবেশবাদীদের আন্দোলন ‘ফ্রাইডে ফর ফিউচার’-এর পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি ছিল৷ ভ্যার্ডির উপ-প্রধান ক্রিস্টিন বেহলে জানিয়েছেন, তার সাথে একাত্ম হয়ে তারাও গণপরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন ৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জার্মানির সরকারের উদ্যোগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘কর্মীদের উপর বিনিয়োগ না করে পরিবহণ ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়৷”
জার্মানির কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের অধীনে কর্মরত ২৫ লাখ কর্মীর সাড়ে দশ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে ভ্যার্ডি ৷ তবে ট্রেড ইউনিয়নের বিবৃতি অনুযায়ী ২০২২ সালে উচ্চ মূল্যস্ফীতির কারণে পরিবহন শ্রমিকদের বেতন বাড়ানো সম্ভব হচ্ছে না।
এদিকে, এমন অর্থনৈতিক অবস্থায় পরিবহন শ্রমিকদের বেতন না বাড়ানোয় ট্রেড ইউনিয়নের নিন্দা জানিয়েছে দেশটির বিরোধী দল।