শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৪ ডিগ্রি তাপমাত্রায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও হামাস নেতাদের কাতার থেকে বের করে দিতে বলল যুক্তরাষ্ট্র

গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলীসহ ৯ জনের সম্পদ বিবরণী চেয়েছে দুদক

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২১

বৃত্তান্ত প্রতিবেদক: বৈধ উৎসবহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলী, তাঁদের স্ত্রীসহ ৯ জনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২১ কার্যদিবসের মধ্যে এই বিবরণী জমা দিতে বলা হয়েছে।

যাঁদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রধান ও তাঁর স্ত্রী নাসরিন রহমান, গণপূর্ত বিভাগের শেরেবাংলা নগরের (সার্কেল-৩) উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক ও তাঁর স্ত্রী সালেহা বেগম, গণপূর্তের শেরেবাংলা নগর অফিসের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ আতাউর রহমান ও তাঁর স্ত্রী সাদিয়া আফরিন, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী কল্পনা আক্তার এবং গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. হুমায়ুন কবির।

জানা গেছে, পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধান চালায় দুদক। পরে অবৈধ সম্পদের তথ্য পেয়ে আজ বুধবার পাঁচ প্রকৌশলী ও তাঁদের চারজনের স্ত্রীর সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি সাংবাদিকদের জানান।

নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ