বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস, মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ দশ ধাপ পিছিয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা মনগড়া, উদ্দেশ্যমূলক ও বিদ্বেষপ্রসূত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালায় তেমন সূত্র থেকে তথ্য উপাত্ত নিয়ে সংগঠনটি এ প্রতিবেদন প্রকাশ করেছে, যা গ্রহনযোগ্য নয়। বৃহস্পতিবার দুপুরে তথ্যমন্ত্রীর চট্টগ্রামের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সংগঠনটি এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলো। বিদ্বেষপ্রসূত হয়ে সংগঠনটি এসব করছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
এবারের ঈদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে স্বস্তি না থাকায় মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেনি বলে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন তার জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিবের বয়স হওয়ায় তিনি আবোল তাবোল বকেন। তাই দ্রুত বিএনপি মহাসচিবকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।