মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১২১৮ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন, কারা আছেন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করবে জাপান চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা

গাইবান্ধার উপ নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেনি: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৬, ২০২২
গাইবান্ধার উপ নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেনি: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী সময় দিলে এবছর আরো ১০০টি সেতু উদ্বোধন হবে। তিনি বলেন, চট্টগ্রাম বিআরটি এমআরটি প্রকল্পের কাজ যথাসময়ে করার নির্দেশনা দেয়া হয়েছে। বিআরটিসি গত কয়েকবছরে এখন লাভের ধারায় ফিরেছে। একটা প্রকল্প সরকারের গলার কাঁটা, সেটি হলো বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)। এই প্রকল্পটি যথাযথ পরিকল্পনায় হয়নি।

আজ রোববার (১৬ই অক্টোবর) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষপ করবে না। আজ রোববার (১৬ই অক্টোবর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গাইবান্ধার উপ নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেনি। জাতীয় নির্বাচনেও করবে না। তত্ত্বাবধায়কের ভুত কেন নামাতে পারছে না বিএনপি ? বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সংকটে থাকা কিছু লোক তাদের সমাবেশে যাচ্ছে। কিন্তু আন্দোলনের ঝাঁপিয়ে পড়বে এমন জনসমর্থন তাদের নেই। তারা পেট্রোল বোমা নিয়ে আবার ঝাঁপিয়ে না পড়ে, আমরা এটাকে ভয় পাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জলবায়ুর প্রভাব মোকাবিলায় আমাদের প্রতিশ্রুত ফান্ড কথা দিয়েও দেয়া হয় না। তেল, গ্যাস দিতে না পারলে আমাদের বিরোধী দল কথায় কথায় পদত্যাগ চায়। উন্নত দেশেও একই সংকট চলছে। সেখানেও কী পদত্যাগ চায়? আমরা জনগণকে বলবো কোন পরিস্থিতিতে আমাদের কিছু সিদ্ধান্ত নিয়ে হয়েছে।

তিনি বনে, কিছু জায়গায় আমরা সংকটে আছি। কিছু জায়গায় অস্বস্তিতে আছি। তবে খুব ভালো না হলেও অন্য অনেক দেশের চেয়ে ভালো আছি আমরা। ব্রুনাইয়ের সুলতান জনশক্তি রপ্তানিতে আশার কিছু বলবেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সবাই মিলে চেষ্টা করলে এ সংকট কাটিয়ে উঠতে পারবো।


এ বিভাগের অন্যান্য সংবাদ