শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

গাজায় ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মার্চ ২৫, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ নিহত ২৩

ফিলিস্তিনের গাজায় টানা অষ্টম দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল সোমবার দিবাগত রাত পর্যন্ত হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ শিশু রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি বোমায় ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ মধ্য ও দক্ষিণ গাজার বাসিন্দা।

এর আগের দিন গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে মিশর গাজায় যুদ্ধবিরতি চুক্তির নতুন একটি প্রস্তাব দিয়েছে, যা এখনো ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গাজায় প্রথম দফা যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪০০ জন নারী ও শিশু। এ ছাড়া হামাসের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখের বেশি বাসিন্দার অধিকাংশ।


এ বিভাগের অন্যান্য সংবাদ