গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯

- আপডেট সময় : ০৩:৩৭:৪৬ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫ ১ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ত্রাণ আনতে গিয়ে নিহত হন অন্তত ১৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল রোববার গাজার আল-আওদা হাসপাতালের চিকিৎসকেরা আল জাজিরাকে জানান, ক্ষুধার্ত পরিবারের জন্য সামান্য খাবারের পার্সেল খুঁজতে গিয়ে নেৎজারিম করিডোরের কাছে একটি কেন্দ্রে যাওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আর দক্ষিণ গাজায় অন্তত ১০ জন ত্রাণ আনতে গিয়ে নিহত হয়েছেন।
রোববার দক্ষিণ গাজায় একাধিক বিমান হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার উত্তরে বেইত লাহিয়া শহরে হামলায় আরও ৭ জন নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এর আগে গত শনিবার অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে অনেকেই ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন।
যেসব ত্রাণ বিতরণকেন্দ্রগুলোতে এমন গুলি চালানোর ঘটনা ঘটছে, যেগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের একটি সংস্থা। এই সংস্থার কেন্দ্রগুলো গাজায় ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত এবং সেখানে ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলার ঘটনা ঘটছে।
গাজা কর্তৃপক্ষ ও স্থানীয়রা এই ত্রাণ বিতরণকেন্দ্রগুলোকে ‘মানব কসাইখানা’ বলছে। জিএইচএফ গত ২৭ মে থেকে কার্যক্রম শুরু করার পর এসব স্থানে ত্রাণ নিতে গিয়ে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক শ মানুষ।