রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

গাজায় পরিবারহারা ১৭ হাজার শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২৪
গাজায় পরিবারহারা ১৭ হাজার শিশু: জাতিসংঘ

গাজায় চলমান যুদ্ধে গত ৪ মাসে অন্তত ১৭ হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর এই চার মাস ধরে বর্বরতার এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বাহিনী।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলের প্রধান যোগাযোগ কর্মকর্তা জোনাথান ক্রিকসের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জোনাথান ক্রিকস বলেন, গত চার মাসের যুদ্ধে গাজার প্রায় ১৭ হাজার শিশু তাদের পরিবারের কাছ থেকে আলাদা রয়েছে। পরিবারের সব সদস্য নিহত হওয়াতে এমনটি হতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, গাজার ক্ষুধামন্দা দেখা দিয়েছে। এছাড়া শিশুদের মানসিক সমস্যার লক্ষণ-ক্রমাগত উদ্বিগ্নও বলে জানান তিনি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় সাড়ে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে উপত্যকাটিতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে যাওয়ার খবর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

এতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১১৮ ফিলিস্তিনি নিহত ও ১৯০ জন আহত হন। হতাহতের এ ঘটনার মধ্য দিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৯ জনে। আর গত ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত আহত হয়েছেন ৬৬ হাজার ১৩৯ জন।


এ বিভাগের অন্যান্য সংবাদ