গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজার রাফাহ শহরের একটি বাড়িতে ইসরাইলি বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় দুইজন নিহত এবং অন্তত ১৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
এসবের মধ্যে গাজায় রাত্রিকালীন ত্রাণ কার্যক্রম স্থগিত করছে জাতিসংঘ। মার্কিন দাতব্য সংস্থার কর্মীদের উপর উপর ইসরাইলের করা মারাত্মক হামলার পর এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ হামলার জন্য ইসরাইলকে জবাবদিহি করারও আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার জন্য অপরীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি ব্যবহার করার অভিযোগ তুলেছে কাতারের দোহায় অবস্থিত হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির একজন অধ্যাপক। সেইসাথে এ পদ্ধতিতে হামলা বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ইসরাইলের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিঠি দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ।