বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে জাতিসংঘে ‘ঐতিহাসিক’ প্রস্তাব পাস, ভারতসহ ভোট দেয়নি ৪৩ দেশ ইসরায়েলে নতুন করে অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি লেবাননজুড়ে দ্বিতীয় দফায় পেজার বিস্ফোরণ, নিহত ২০ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার আরেকটি হত্যা মামলায় আসামি শেখ হাসিনা-রেহানা-জয়সহ ২১৬ জন আনিসুল হক ও সালমান এফ রহমান ফের ৫ দিনের রিমান্ডে ড. ইউনূসের সঙ্গে মোদির সম্ভাব্য বৈঠক হচ্ছে না পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

গাজায় দ্বিতীয় দিনের ইসরায়েলি বিমান হামলায় ২৪ জন নিহত

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৭, ২০২২
24 dead, including six children, in spiralling Gaza violence

শুক্রবার (০৫ আগস্ট) গাজায় ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত হয়। দ্বিতীয় দিন শনিবার আবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে এ বিমান হামলা চালানো হয়। এ হামলায় নিহত হয়েছে আরও ১৪ জন। দুই দিনের বিমান হামলায় এ পর্যন্ত ছয় ফিলিস্তিনি শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে। খবর: আল-জাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক মানুষজন ও স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য এর দায় অস্বীকার করে বলেছে, ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও একজন নারী রয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২৫ জন ফিলিস্তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় উদ্বাস্তু হয়েছে অন্তত ৪০টি ফিলিস্তিনি পরিবার।

ফিলিস্তিনের আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় ৬৫০টির বেশি আবাসিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ও ১১টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ